Site icon

হাবিপ্রবি’তে জীবনব্যাপী পর্যটন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পর্যটন শীর্ষক সেমিনার

কৃষি সংবাদ ডেস্কঃ

পর্যটন শীর্ষক সেমিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনটিস্টটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) -এর উদ্যোগে জীবনব্যাপী পর্যটন শীর্ষক সেমিনার রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ে আইআরটি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আইআরটি’র পরিচালক প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম। সেমিনারে স্পীকার ছিলেন ট্যুরিজম এক্সপার্ট মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটি’র সহকারী পরিচালক মো. শাহজাহান মন্ডল।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন মানসিক বিকাশে পর্যটন গুরুত্বপূর্ণ। পর্যটন মানুষকে সুস্থ ও সুন্দর রাখে। পর্যটকগণ মূলত: শিক্ষা, চিকিৎসা, বিনোদন ও ব্যবসায়িক ক্ষেত্রে পর্যটন করে থাকেন। পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version