স্ট্রেটেজি ডিজাইন ল্যাব
স্ট্রেটেজি ডিজাইন ল্যাব : আজ ২১ নভেম্বর ২০২২ তারিখ ক্যাশলেস ও পেপারলেস, স্মার্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গঠনের লক্ষ্যে ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই, আইসিটি বিভাগ এর সহযোগিতায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-কর্মকর্তাগণের জন্য “ডিজিটাল স্ট্রেটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল)” বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। কর্মশালায় আইসিটি বিভাগ থেকে আগত অতিথিগণ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন এবং এটি বাস্তবায়নের টার্গেট ছিল ২০২১ সাল। এর মাঝেই তিনি তা বাস্তবায়নে সক্ষম হয়েছেন। ইতোমধ্যেই করোনা মহামারির সময় আমরা এই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দেখেছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজিব ওয়াজেদ জয় ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হবে ক্যাশলেস সোসাইটি এবং এ লক্ষ্যেই “বিনিময়” নামে একটি অ্যাপ তিনি উদ্বোধন করেছেন। এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর সাথে ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এর সমন্বয়সহ যে অসুবিধাগুলো ছিল সেগুলোকে একটা প্লাটফর্মে নিয়ে এসেছেন। ফলে কাজগুলো সহজতর হয়ে গেছে। তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি আমাদের ক্যাম্পাসে এসে ঘোষণা দিয়েছিলেন দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে হাবিপ্রবি হবে স্মার্ট বিশ্ববিদ্যালয় তথা ক্যাশলেস, পেপারলেস ক্যাম্পাস। এটি আমাদের জন্য খুবই সুখকর একটি বিষয় এবং এটি বাস্তবায়ন হবে আপনাদের হাত ধরেই। সামনে হাবিপ্রবিকে আমরা দেশের একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পরিশেষে তিনি আইকিউএসি ও আইসিটি বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।