কৃষিসংবাদ প্রতিনিধি
হাবিপ্রবিতে তথ্য অধিকারঃ১৪ মে ২০১৭, হাবিপ্রবি, দিনাজপুর ঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন, বাংলাদেশ-এর প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমান। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য কমিশনার নেপাল চন্ত্র সরকার ও সাবেক যুগ্ম-সচিব মো. আবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমান বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ পাশ হয়। এ আইনের মাধ্যমে জনগণের জানার অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং প্রশাসনের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পথ সুগম হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।