হাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিল

কৃষি সংবাদ প্রতিবেদকঃ

হাবিপ্রবিতে দোয়া ও ইফতার মাহফিল

গত ৩০ মে ২০১৮ তারিখ  দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা ও দায়রা জজ মো. আব্দুল আজিজ আহম্দ ভূঞা, জেলা প্রশাসক ড. আবু নইম মোহাম্মদ আব্দুস সবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম (বিপিএম), বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনিসুর রহমান, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কান্তা রায় রিমি ও র‌্যাব কমান্ডার মেজর সাকিব।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম আমন্ত্রিত অতিথি সহ সকলের উদ্দেশ্যে বলেন রমজান মাস সংযমের মাস। এ মাসের শিক্ষা নিয়ে আমাদের ভালকে গ্রহণ করা এবং মন্দকে বর্জন করা উচিত। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম দোয়া ও ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং দেশ জাতির কল্যাণ কামনার উদ্দেশ্যে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *