হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবি

কৃষি সংবাদ ডেস্কঃ

কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন: ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৩ শিক্ষাবর্ষে লেভেল-১, সেমিস্টার-১ এর নবীন শিক্ষার্থীদের জন্য “কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। অডিটোরিয়াম-১ এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নবীন শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম.কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদেও সম্মানিত ডীন মহোদয়গণ, প্রক্টর প্রফেসর ড. মো, মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন। টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান শুরুতেই নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকতেই হবে এবং সেই লক্ষ্য কে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনে তিনটি জিনিসের গুরুত্ব অপরিসীম, সেগুলো হল আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও আত্মসংযম। তিনি নবীন
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এতোদিন তোমরা বাবা-মায়ের প্রত্যক্ষ গাইডেন্সে ছিলা কিন্তু এখন হয়তো সেটা সার্বক্ষণিক সম্ভব হবেনা, সেজন্য নিজের আত্মবিশ্বাসকে অনেক বেশি বাড়াতে হবে। আত্মবিশ্বাস ও লক্ষ্য যার যত দৃঢ় হবে সে ততো বেশি এগিয়ে যাবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে তোমাদের ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে একজন ভাল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্র জীবনে ভাল জিনিস গুলোকে গ্রহণ এবং খারাপ গুলোকে বর্জন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সুনাম তোমাদের হাত ধরে আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। তোমাদের একাডেমিক ফলাফলের উপর আমরা ডীনস অ্যাওয়ার্ড, ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্র্ড প্রবর্তন করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত সমৃদ্ব স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছেন তার কারিগর তোমরাই হবে। পরিশেষে তিনি এ ধরণের সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *