আব্দুল মান্নান,হাবিপ্রবিঃ
হাবিপ্রবিতে নিরাপদ সড়কের দাবিতে
স্কুল কলেজ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আজ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক,ঘাতক গাড়ি চালকদের বিচারের দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টা হতে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন দিনাজপুর –রংপুর মহাসড়কে দাঁড়িয়ে তারা এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন।এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।এ সময় তাঁদের হাতে “৯ দফা দাবি,ঊই ওয়ান্ট জাস্টিস,শিক্ষকের বেতের বারী নিষেধ যে দেশে,পুলিশের হাতে লাঠি কেন সে দেশে” ৪জি স্পিড নেটওয়ার্ক নয়,৪জি স্পিডে যেন বিচার হয়”৪৭ বছরের ভাঙ্গা রাস্তার মেরামত চলছে” এমন বিভিন্ন ধরনের প্রতিবাদী প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।
‘আর কোন ছাড় নাই,নিরাপদ সড়ক চাই” “আমার ভাই কবরে,খুনী কেন বাহিরে”রাস্তায় আর লাশ নয়,পাশে আছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়”রক্ত দিয়েছি পানি না,বিচার ছাড়া যাবোনা”ইত্যাদি স্লোগানে আন্দোলন মুখরিত থাকে।মানব বন্ধন চলাকালীন কিছু শিক্ষার্থীকে বিভিন্ন গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করতেও দেখা গেছে ।এতে দিনাজপুর জেলা প্রশাসনের বেশ কয়েকজন পুলিশ সহায়তা করেছেন ।
বিক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন,আজ আমাদের নিরাপত্তা কোথায়? এখন এমন এক অবস্থা দাড়িয়েছে যে,ঘরের বাহিরে যাওয়া মানে, হাতের মুঠোয় জীবনকে নিয়ে বাহির হওয়া। গাড়ির চালকরা দিন দিন যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। তাতে আরও কত মায়ের বুক খালি হলে এদের মধ্যে মনুষ্যত্ববোধের সৃষ্টি হবে তা জানা নেই ।আমি দ্রুত লাইসেন্স বিহীন,ফিটনেস বিহীন গাড়ি ও চালকদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারকে বিনীত অনুরোধ জানাচ্ছি ।
এছাড়া নিরাপত্তা সড়কের দাবিতে হাবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে ।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস দুই স্কুল শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এর পর থেকেই এটি আন্দলনের রুপ নেয় ।