কৃষি সংবাদ ডেস্কঃ
বায়োচার ব্যবহার ঃ আজ ৩০ এপ্রিল ২০১৯ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে পরিবেশ বান্ধব বায়োচার ব্যবহার পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস এবং রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-এর ভাইস চেয়ারম্যান হ্যারোল্ড সাওগত ব্যারল। সেমিনার সঞ্চালনা করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শাহ্ মঈনুর রহমান এবং কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বর্তমানে জমিতে পর্যাপ্ত পরিমান রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে দীর্ঘ মেয়াদে মাটির পুষ্টি নষ্ট হচ্ছে। সে বিবেচনায় পরিবেশ বান্ধব বায়োচার পদ্ধতি ব্যবহার করে কৃষি উন্নয়নকে টেকসই করা যেতে পারে। তিনি খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ (সিসিডিবি)কে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা কাজে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরণের গবেষণা কার্যক্রম আরও পরিচালিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।