হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি দিবসে ব্যাপক আয়োজন

ভেটেরিনারি দিবসে ব্যাপক আয়োজন

হাবিপ্রবি

মোস্তাফিজুর রহমান, হাবিপ্রবি থেকে

ভেটেরিনারি দিবসে ব্যাপক আয়োজন উপলক্ষে দুই দিন ব্যাপি কর্মসুচি পালবে করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইয়েন্স অনুষদ। বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন হাবিপ্রবি শাখার পক্ষ থেকে  নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবসে জনকল্যান মুলক কাজ সহ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। সেই কর্মসুচির অংশ হিসেবে  প্রতিবছরের ন্যায় এবারেও গবাদীপ্রাণির বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প ও ভ্যাক্সিনেশন করা হবে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নে। এসোসিয়েশনের পক্ষ থেকে জানাও হয়, সকাল ৬টা থেকে বিনামুল্যে বগবাদীপশুর রোগ প্রতিরোধক ভ্যাকক্সিন প্রদান, কৃমিমুক্তকরণ ওষুধ সহ চিকিৎসা প্রদান করা হবে। এই সময় উপস্থিত থাকবেন  ডিভিএম এর শিক্ষকরা সহ লেভেল ৪ সেমিষ্টার সহ সকল লেভেল এর ছাত্রছাত্রীরা।

পরের দিন ২ তারিখ ক্যাম্পাসে র‍্যালি ও ভেটেরিনারি পেশার মান উন্নতিকরণে এক বিশেষ সেমিনারের  আয়োজন করা হবে। ডিভিএম পেশা বিশ্বের বুকে একটা মানসম্মত পেশা। মানুষ ছাড়া সকল পাখি ও প্রাণির চিকিৎসা সম্পকে আলোচনা করা হয় এই পেশায়। একজন দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করে দেশের সেবা করায় এই পেশার অন্যতম লক্ষ্য।

উল্লেখ, প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়, আর হাবিপ্রবিতে যথগত মর্যাদা ও কর্মসুচির মধ্যদিয়ে পালন করে ডিভিএম এর  শিক্ষক ও শিক্ষার্থীরা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *