হাবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েসনের শীতবস্ত্র বিতরণ

শীত বস্র বিতরণ

 

মোস্তাফিজুর রহWinter-cloth-distributionমান:হাবিপ্রবি থেকে 

শীত বস্র বিতরণ

এবার শীতার্ত মানুষের পাশে  দাড়িয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) এর ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন। এই কনকনে শীতে দুস্থ্য মানুষকে তারা  শীত বস্ত্র দিয়ে সহায়তা করেছে। আজ হাবিপ্রবির অডিটোরিয়াম ২ তে সকাল সাড়ে ১১ টায় কম্বল বিতরণ করা হয়।

এই সময় প্রায় ১০০ শীতার্ত মানুষকে একটা করে কম্বল প্রদান করে।ছাত্রছাত্রীদের মাসিক চাঁদা এবং শিক্ষকমণ্ডলীদের সহায়তায় এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েসন(বিভিএসএ), হাবিপ্রবি শাখা। এই সময়ে উপস্থিত ছিলেন শিক্ষকদের মধ্যে হাবিপ্রবির ছাত্র উপদেষ্টা ড: এস এম হারুন উর রশিদ, প্রফেসর ডা: ফজলুল হক, প্রফেসর ড: মো: খালিদ হাসান, প্রফেসর ড: আব্দুল গাফফার মিয়া, সহযোগী প্রফেসর বেগম ফাতেমা জহুরা, ডঃ উম্মে কুলসুম রিমা, ডঃ মোঃ ফখরুজ্জামান, ডাঃ আতিকুল হক, ডাঃ মোঃ সাজেদুল ইসলাম,ডাঃ হায়দার আলী, সহকারী অধ্যাপক ডাঃ মাহমুদুল হাসান সুমন(কোষাধাক্ষ বিভিএস এ,হাবিপ্রবি) ডাঃ নাজমি আরা রুমি এবং ডাঃ নুরুল আমীন ও  সহ অনান্য শিক্ষকবৃন্দ।

আসোসিয়েশনের  সহ সভাপতি মোঃ সোহেল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর, কমল চন্দ্র, লেভেল ৫ সেমিষ্টার ১ এর মোস্তাফিজুর রহমান, লেভেল ৪ সেমিষ্টার ১ এর মারুফ হাসান, মেহেদী হাসান, রইসুল ইসলাম, ও নাজমুল হাসান  সহ অনান্য ছাত্রবৃন্দ। হাবিপ্রবির পাশের গ্রাম সুবড়া এর অধিবাসীদের মধ্যে বাছাই করে ১০০ জন দুস্থ্য মানুষকে কম্বল দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *