Site icon

হাবিপ্রবি’তে মেইন্টনেন্স এন্ড ট্রাবল শর্টিং ইকুইপমেন্টস বিষয়ক প্রশিক্ষণ শুরু

কৃষি সংবাদ ডেস্কঃ

হাবিপ্রবি’তে মেইন্টনেন্স এন্ড ট্রাবল শর্টিং ঃ আজ ২৭ অক্টোম্বর ২০১৮ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ও নেটওয়ার্ক অব ইনুস্ট্রুমেন্ট টেকনিক্যাল পার্সোনেল এন্ড ইউজার সায়েনটিস্ট অব বাংলাদেশ (নিটাব) এর যৌথ উদ্যোগে “দ্যা ইউজ মেইন্টনেন্স এন্ড ট্রাবল শর্টিং অফ কমন ল্যাবরেটরী ইকুইপমেন্টস” বিষয়ক ছয়দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বাংলাদেশ একাডেমি অব সাইন্স ও নিটাব এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মেজবাহ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান ও নেটওয়ার্ক অব ইনুস্ট্রুমেন্ট টেকনিক্যাল পার্সোনেল এন্ড ইউজার সায়েনটিস্ট অব বাংলাদেশ (নিটাব) এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. আলতাফ হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল জামান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন অকেজো মালামাল প্রাথমিক মেরামত করার কৌশল ও তার যথাযথ ব্যবহারের জন্য এই ওয়ার্কশপ অত্যন্ত ফলপ্রসু হবে বলে আমি মনে করি। আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করবেন তা প্রায়োগিক কাজে ব্যবহার করবেন এই প্রত্যাশা করি।

উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া, হাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের ৩৬জন ল্যাব. টেকনিশিয়ান প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করছেন।

হাবিপ্রবি’তে রংপুর অঞ্চলের ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

ডাচ বাংলা ব্যাংক ও প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় সায়েন্স একাডেমি দিনাজপুর কর্তৃক আয়োজিত বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির রংপুর অঞ্চলের ফিজিক্স অলিম্পিয়াড-২০১৯ শনিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। সায়েন্স একাডেমি দিনাজপুর আঞ্চলের সভাপতি ও হাবিপ্রবি’র কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম। এছাড়াও বক্তব্য রাখেন সায়েন্স একাডেমি দিনাজপুর আঞ্চলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, আকরামুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়াউল হক সিজার।


প্রধান অতিথির বক্তেব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। এ প্রতিযোগিতার মাধ্যমে তোমরা নিজেদের আরও শাণিত করবে এবং রংপুর অঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখবে এ প্রত্যশা করি। উল্লেখ্য, রংপুর অঞ্চলের বারটি জেলার প্রায় ৮৩০ জন শিক্ষার্থী জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার- সেকেন্ডারি এই তিন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version