হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের পুনর্গঠন

রিজেন্ট বোর্ডের পুনর্গঠন

সাদিকুর রহমান:

হাবিপ্রবিতে  রিজেন্ট বোর্ডের পুনর্গঠন ঃ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৪৬তম সাধারণ সভায় রিজেন্ট বোর্ড পুনর্গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সভায় ফাহিমা খানম, মিজানুর রহমান ও শাহাদৎ হোসেন খানকে নির্বাচিত করা হয়।
সোমবার বেলা ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৪৬তম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।

সভায় রিজেন্ট বোর্ডের নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্ববিদ্যালয়ের ৬ জন সিনিয়র শিক্ষক । ৪২টি ভোট পেয়ে প্রথম হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফাহিমা খানম। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান ৩৯টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন খান ৩৭টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন । অন্যান্য প্রতিযোগীরা হলেন সাবেক উপাচার্য অধ্যাপক রুহুল আমিন(২২টি ভোট), সাইফুর ররহমান(১৭টি ), এবং নাজিম উদ্দিন(১২টি ) ।

উল্লেখ্য, রিজেন্ট বোর্ড আগামী ৩ বছরের গঠিত হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *