Site icon

হাবিপ্রবি’তে শেয়ারিং সার্ভে রেজাল্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

কৃষি সংবাদ ডেস্কঃ

হাবিপ্রবি’তে শেয়ারিং সার্ভে রেজাল্ট

আজ ১০ এপ্রিল ২০১৮ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্ত্বাবধানে শেয়ারিং সেল্ফ অ্যাসেসমেন্ট সার্ভে রেজাল্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন ও হেকেপ প্রকল্পের পরিচালক প্রফেসর মো. মিজানুর রহমান । কৃষি অনুষদের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান প্রফেসর ড. মো. আনিস খান-এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস ও প্রফেসর ড. হাসান ফুয়াদ-এল-তাজ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. মিজানুর রহমান বলেন সেল্ফ অ্যাসেসমেন্ট অত্যন্ত জরুরি। আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে নানা ধরণের স্টেক হোল্ডারের মাধ্যমে সেল্ফ অ্যাসেসমেন্ট করে যে রিপোর্ট প্রণয়ন করছেন তা কৃষি অনুষদের উন্নয়নে সহায়ক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।

উক্ত কর্মশালায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরিকৃত রিপোর্টের বিষয়ে মতামত ব্যক্ত করা হয় এবং রিপোর্টটি আরও সমৃদ্ধ করতে বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Exit mobile version