হাবিপ্রবি’তে শেয়ারিং সেল্ফ অ্যাসেসমেন্ট সার্ভে রেজাল্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সেল্ফ অ্যাসেসমেন্ট সার্ভে রেজাল্ট কর্মশালা

কৃষি সংবাদ ডেস্কঃ

সেল্ফ অ্যাসেসমেন্ট সার্ভে রেজাল্ট কর্মশালা
আজ ০১ এপ্রিল ২০১৮, হাবিপ্রবি, দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্ত্বাবধানে শেয়ারিং সেল্ফ অ্যাসেসমেন্ট সার্ভে রেজাল্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক-এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এস. এম. হারুন-উর-রশীদ, ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. খালেদ হোসেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের শিক্ষক ডা. মো. মোবারক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন সেল্ফ অ্যাসেসমেন্ট অত্যন্ত জরুরি। আপনারা ৫টি ক্যাটাগরিতে ৫ ধরণের স্টেক হোল্ডারের মাধ্যমে সেল্ফ অ্যাসেসমেন্ট করে যে রিপোর্ট প্রণয়ন করছেন তা সংশ্লিষ্ট অনুষদের উন্নয়নে সহায়ক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।

উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *