কৃষি সংবাদ ডেস্কঃ
মৃত্তিকা বিজ্ঞান ল্যাবরেটরি ঃ আজ ২৩ সেপ্টেম্বর ২০১৯ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আজ দুপুর ১২ টায় সংস্কারকৃত মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি উদ্বোধন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ^াস, আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন আমি বিশ্ববিদ্যালয়ের অনেক স্থাপনার উদ্বোধন করি কিন্তু তারপরও আমার সবচেয়ে ভালো লাগে যখন একাডেমিক সুযোগ সুবিধার উন্নয়ন ঘটাতে পারি। তিনি বলেন এগ্রিকালচার সেক্টরে মাটি নিয়ে গবেষণার বিকল্প নেই। কারণ মাটির গুনাগুণের উপর কৃষিজ উৎপাদন নির্ভর করে। তিনি বলেন শুধু এগ্রিকালচার অনুষদ নয়, ধীরে ধীরে সকল অনুষদের বিভাগগুলোর ল্যাবের সুবিধা বৃদ্ধি করা হবে। আমি প্রতিনিয়ত এ বিশ^বিদ্যালয়ের জন্য কাজ করে যেতে চাই, এ ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃওিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোশাররফ হোসেন এবং উপস্থাপনা করেন মৃওিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল বাকী।
হাবিপ্রবিতে আইকিউএসি এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত
আজ ২৩ সেপ্টেম্বর ২০১৯ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “ Preparation of Creative Questions and MCQ in Higher Education” এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন হাবিপ্রবির আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
উদ্বোধনি অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, সৃষ্টিশীল প্রশ্ন নকল প্রতিরোধে অনেক সহায়ক হবে। তিনি বলেন এক্ষেত্রে বেশ কিছু বিশ্ববিদ্যালয় আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকেও এসব দিক দিয়ে এগিয়ে যেতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে ক্লাশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাইদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।