হাবিপ্রবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ

হাজীদানেশ নিউজ

হাবিপ্রবি প্রতিনিধি।। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৩জুলাই) সকাল সাড়ে ১০ টায়  ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইআরটি কনফারেন্স রুমে এই কর্মশালার অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

আইআরটি এর সহকারী পরিচালক মো.শাহজাহান মণ্ডলের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ  দক্ষ থেকে দক্ষ হয়ে ওঠে । দক্ষতা অর্জনে প্রশিক্ষণের  বিকল্প নেই। আমি আসার পর শিক্ষক – কর্মকর্তা – কর্মচারী সকলের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। গতকাল থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক – কর্মকর্তা – কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সামনে এর পরিসর আরো বৃদ্ধি করা হবে।

 তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে  বলেন,  প্রশাসনিক কাজ কর্মের গতি কর্মকর্তাদের উপর নির্ভর করে। তাই নিজ নিজ দায়িত্বের প্রতি আপনাদেরকে সচেতন হতে হবে। নিজের পরিচয়ে নিজেকে পরিচিত করতে হবে ।অন্যের পরিচয়ে নিজেকে পরিচিত করার মাধ্যমে জীবনের কোন স্বার্থকতা নেই । জীবনের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানের সহিত ফেলতে হবে । কথায় আছে ‘ভাবিয়া করিও কাজ ,করিয়া ভাবিও না ‘’ ।  

অনুষ্ঠানে পরিকল্পনা ও কাজ উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড.মো.মোস্তাফিজুর রহমান ,আইআরটি এর পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, উদ্যানতত্ত্ব  বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুর রহমান (রাজু)  ও  সদ্য নিয়োগপ্রাপ্ত ২২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Abdul Mannan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *