Site icon

হাবিপ্রবিতে স্থাপত্যে অনুরণন শীর্ষক বিভিন্ন প্রকল্প প্রদর্শণী

হাবিপ্রবিতে স্থাপত্যে অনুরণন

কৃষি সংবাদ ডেস্কঃ

হাবিপ্রবিতে স্থাপত্যে অনুরণন ঃ গত ১৬ এপ্রিল ২০১৯ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের তত্ত্বাবধানে “স্থাপত্যে অনুরণন” শীর্ষক দুইদিনব্যাপি বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত বিভিন্ন স্থাপত্য প্রকল্প প্রদর্শণীর সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্প পরিদর্শণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

উক্ত প্রদর্শণীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মারুফ আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ রাজিব হাসান, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান এস এম নাঈম হোসেন মিথুনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।


উল্লেখ্য, ১৪-১৫ এপ্রিল অনুষ্ঠিত এবারের প্রদর্শণীতে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা প্রায় ১৮০ টি প্রকল্প উপস্থাপন করেন। স্থাপত্য প্রকল্পগুলো প্রদর্শণীতে আর্থিক সহায়তা করেন বার্জার পেইন্টস ও সড়ক ও জনপথ বিভাগ, দিনাজপুর।

Exit mobile version