আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা
কৃষি সংবাদ ডেস্কঃ গত ১২ মার্চ ২০২৩ তারিখ থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে। দুপুর ২.৩০ টায় হাবিপ্রবি স্কুল সংলগ্ন খেলার মাঠে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম.কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ফিসারিজ অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড.ইমরান পারভেজ, বিজনেস স্টাডিজ অনুষদের সম্মানিত ডীন প্রফেসর রাফিয়া আখতার, সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম.কামরুজ্জামান স্বাধীনতার মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত
সকল শহিদ, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও ভাষা শহিদদের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ম‚ল কাজ হল শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেয়া। একাডেমিক শিক্ষা কার্যক্রমকে যথাযথ গুরুত্ব প্রদান করে কাক্সিক্ষত লক্ষ্যে পৌছানোর জন্য সহ-শিক্ষা কার্যক্রমকেও এগিয়ে নিতে হবে। এরই অংশ হিসেবে আজকের এই স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩ এর আয়োজন করা হয়েছে। একজন মানুষকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এর কোন বিকল্প নেই। এছাড়াও খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে, মাদকসহ বিভিন্ন খারাপ অভ্যাস থেকে দ‚রে রাখে। তিনি বলেন, হাবিপ্রবিতে বর্তমানে নিয়মিতভাবে বিভিন্ন ধরণের খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা গুলোতেও আমাদের ভালো করার ক্ষেত্র তৈরি হচ্ছে।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ হল সংলগ্ন খেলার মাঠে ডরমিটরি-২ কর্তৃক আয়োজিত “ডরমিটরি ২ প্রিমিয়ার লীগ ফুটবল” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল সুপার কাউন্সিল এর আহবায়ক প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সভাপতিত্ব করেন ডরমিটরি-২ হলের হল সুপার প্রফেসর ড. মোঃ আবু সাঈদ।