হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঃ আজ ০৭ নভেম্বর ২০২১ তারিখ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের জন্য ‘Laws and Practice of Income Tax and PPR 2008 for the Teachers of HSTU’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. রওশন আরা, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ট্যাক্স এবং আবদুল্লাহ আল মামুন, ডিরেক্টর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান এবং উপস্থাপনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।


এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন জাতির জনক কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ সরকার অনেক গুলো বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়েছে। কিছু কিছু প্রকল্প আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে, যা এক সময় অকল্পনীয় ছিল। আমরা সঠিকভাবে ট্যাক্স দিলে সেটা দেশের কাজে আসবে এবং আমরা নিজেরাই উপকৃত হবো। আমাদের অনেকের মাঝে ট্যাক্স ফাঁকি দেয়ার প্রবণতা থাকে। দেশের উন্নয়ন চাইলে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে আজ কৃষি অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আগামীকাল থেকে পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের শিক্ষকবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *