হাবিপ্রবিতে ৮ টি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন কার্যক্রম সমাপ্ত

শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন কার্যক্রম

শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন কার্যক্রম : গতকাল ২৩ আগস্ট ২০২৩ তারিখ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ৮টি অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম আজ সমাপ্ত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় অডিটোরিয়াম-২ তে বিজনেস স্টাডিজ অনুষদ ও দুপুর ২ টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, অডিটোরিয়াম-১ এ সকাল ১১ টায় ইঞ্জিনিয়ারিং অনুষদ ও বিকেল ৩ টায় বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেসনে শোকের মাস আগস্ট উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে কালো ব্যাচ বিতরণ করা হয়। সকল অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদের সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। ওরিয়েন্টেসন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব স্ব অনুষদের সম্মানিত ডীন মহোদয়গণ। এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং প্রক্টর মহোদয় র‍্যাগিং এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তারা বলেন, র‍্যাগিং এর বিষয়ে আমরা ইতোমধ্যে ২১ ও ২২ ব্যাচের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি পাশাপাশি সচেতনতা তৈরির জন্য ক্যাম্পাসের গুরুত্বপ‚র্ণ স্থানে ব্যানার, পোস্টার লাগানো হয়েছে। যেকোন স্থানে র‍্যাগিং এর কোন ঘটনা দেখা মাত্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে বলা হয় এবং দ্রæত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

ওরিয়েন্টেসন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম.কামরুজ্জামান বলেন, আগস্ট মাস শোকের মাস। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকদের হাতে শাহাদাত বরণকারী জাতির পিতার পরিবারের অন্যান্য সকল শহীদকে। তিনি বলেন, এদেশের মানুষের অধিকারের জন্য জাতির পিতা সুদীর্ঘ ২৩ বছর লড়াই সংগ্রাম করেছেন, ৪৬৮২ দিন তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হয়েছে। বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম, জেল, জুলুম, ও নির্যাতন সহ্য করেছিলেন সোনার বাংলা তথা একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বর্তমানে ডিজিটাল বাংলাদেশের পর এখন আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রচনা করার দিকে যাচ্ছি। এই স্মার্ট বাংলাদেশ গঠনের ম‚ল কারিগর তোমরাই। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি কঠিন প্রতিযোগিতাম‚লক ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার প্রমাণ রেখে তোমরা দেশের অন্যতম একটি সেরা বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছো, এজন্য তোমাদের শুভেচ্ছা জানাই। বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জায়গা, এখানে ভালো মন্দ দুটি দিকই আছে। তুমি কোন জিনিসটি গ্রহণ করবে, এটি নিজস্ব বিচার বিবেচনার মাধ্যমে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন আর আগের মতো বাবা মায়ের কঠোর শাসন থাকবে না, তারা হয়তো খোঁজ নেবেন কিন্তু সেটি সার্বক্ষণিকভাবে আর সম্ভব হবে না। তাই এখানে প্রতিনিয়ত তোমাকে তোমার সিদ্ধান্ত নিতে হবে। বুদ্ধিমত্তার সাথে যে যতো দ্রæত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, সে ততো সফল হবে।
বিশ্ববিদ্যালয়ে ভালো জিপিএ অর্জনের পাশাপাশি বিভিন্ন কো-ক্যারিকুলার কর্মকান্ডের সাথে নিজেকে যুক্ত করতে হবে। একজন ভালো ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি আরও বলেন, র‌্যাগিং নিয়ে অনেকের মাঝে একটা আতঙ্ক কাজ করে। এ বিষয়ে আমি দৃঢ় কন্ঠে বলতে চাই র‌্যাগিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোথাও র‌্যাগিং এর কোন তথ্য পাওয়া গেলে সাথে সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিশেষে তিনি সুন্দরভাবে ওরিয়েন্টেসন কার্যক্রম আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ওরিয়েন্টেসন কার্যক্রমে নবীন শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সংক্রান্ত ফোল্ডার, বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মগ, ক্লাস রুটিন ও একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়। পাশাপাশি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর উদ্যোগে প্রথমবারের মতো ওরিয়েন্টেসনের দিনই নবীন শিক্ষার্থীদের মাঝে স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়। এর মাধ্যমে একটি মাত্র আইডি কার্ড ব্যবহার করেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, গতকাল কৃষি অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ, ফিসারিজ অনুষদ ও সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম অনুষ্ঠিত হয় । প্রেস বিজ্ঞপ্তি

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *