কৃষি সংবাদ ডেস্কঃ
হাবিপ্রবি’র অডিটোরিয়াম-২ : আজ ২৬ সেপ্টেম্বর ২০১৮, হাবিপ্রবি, দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’র অডিটোরিয়াম-২ প্রায় এক কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে ব্যাপক সংস্কার ও আধুনিক সুবিধাদি সংযোজন করা হয়েছে। সুবিধাদির মধ্যে রয়েছে আধুনিক সাউন্ট সিস্টেম, মাল্টিমিডিয়া স্ক্রীন, আধুনিক আলোকসজ্জ্বা সিস্টেম ও আসবাপত্র। বুধবার সকাল ১১ টায় সংস্কারকৃত অডিটোরিয়াম এর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। এ সময় তিনি বলেন একাডেমিক নানা ধরনের প্রোগ্রামের পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এ অডিটোরিয়ামটি সংস্কার ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছে। আমি প্রত্যাশা করি, এ অডিটোরিয়ামটি বিশ^বিদ্যালয় পরিবারের সকলেই যতœ সহকারে ব্যবহার করবেন এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন, ছাত্র পরার্মশ শাখার পরিচালক প্রফেসর ড. তারিকুল ইসলাম, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান আর্টিস্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, হাবিপ্রবি ছাত্রলীগের পক্ষ থেকে মোস্তফা তারেক চৌধুরী, মমিনুল ইসলাম রাব্বী প্রমূখ।
উল্লেখ্য, এ সময় বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন ।