হাবিপ্রবির দৃষ্টিনন্দন প্রধান গেটের উদ্বোধন

প্রধান গেটের উদ্বোধন

প্রধান গেটের উদ্বোধন

কৃষি সংবাদ ডেস্কঃ
প্রধান গেটের উদ্বোধন ঃ আজ ০১ ডিসেম্বর ২০১৯ তারিখ দিনাজপুরের হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) প্রধান গেট এর উদ্বোধন করা হয়েছে। আজ সন্ধ্যায় দৃষ্টিনন্দিন এই গেটের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম।
এ সময় তিনি বলেন আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর যে বিষয়গুলো আমাকে কষ্ট দিয়েছিল তার মধ্যে এটি অন্যতম। তিনি বলেন একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ছিল ডিজিটাল ব্যানার দিয়ে তৈরি, সেটার ও আবার বিভিন্ন জায়গায় ছেড়া ছিল। এটা দেখার পরই এখানে সুন্দর একটি দৃষ্টিনন্দন গেট তৈরির সিদ্ধান্ত নেই। অবশেষে আজ এর কাজ সমাপ্ত হলো। বিশ্ববিদ্যালয়ের সকলের মতো আমিও অনেক খুশি। একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সেই বিশ্ববিদ্যালয়কে অনেকটা উপস্থাপন করে, সেদিক থেকে আমরা সফল। আমি সব সময়ই শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, তাদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিতে চাই। সে অনুযায়ী সাধ্যমত কাজ করে যাচ্ছি, তবে শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই কিছুটা হিমসিম খেতে হয়। তিনি আরও বলেন হাবিপ্রবি এখন আর কোন দিকেই পিছিয়ে নেই, আমরা সব দিকেই সমান ভাবে এগিয়ে যাচ্ছি।


এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর , বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ , বিভিন্ন শাখার পরিচালক সহ সকলের স্তরের শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এদিকে নতুন গেট উদ্বোধনের পর শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মিশকাত বলেন, এই গেট আমাদের প্রাণের দাবি ছিল, আগে এই গেট নিয়ে লজ্জায় পড়তে হতো। এখন লজ্জার বদলে আমরা গর্ব করার মতো একটি গেট পেয়েছি। এ জন্য মাননীয় ভিসি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি এভাবেই উনি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *