হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম.জাহাঙ্গীর কবির

হাবিপ্রবি

হাবিপ্রবির নতুন ট্রেজারার: গত কাল ০৬ জানুয়ারি ২০২৫ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। আজ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয় ।
প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির ১৯৭৮ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে কুষ্টিয়া জেলা স্কুল এবং ১৯৯৫ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে তিনি বিবিএ ও এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন কর্মজীবনের শুরুতে ২০০৪ সালে তিনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবস্থাপনা বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত উক্ত বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছেন।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপ‚র্ণ দায়িত্ব পালন করেছেন। দেশী-বিদেশী বিভিন্ন জার্ণালে তার ১৯ টি প্রকাশনা রয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *