Site icon

হাবিপ্রবি’র ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

২০২০ শিক্ষাবর্ষের ভর্তি

২০২০ শিক্ষাবর্ষের ভর্তি

কৃষি সংবাদ ডেস্কঃ

২০২০ শিক্ষাবর্ষের ভর্তি ঃ আজ ০৫ ডিসেম্বর ২০১৯ তারিখ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ‘সি’ ইউনিট ও আর্কিটেকচার (ড্রয়িং) পরীক্ষা আজ বিভিন্ন শিফটে অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে স্নাতক প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো। আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব-সাইটের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল জানানো হবে।

ভর্তি পরীক্ষার শেষ দিনেও বিভিন্ন কক্ষ পরিদর্শণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। এ সময় তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি হাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, কর্মচারী, হাবিপ্রবি সাংবাদিক সমিতি, রোভার স্কাউটস, হাবিপ্রবি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সুসম্পন্ন করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), গোয়েন্দা সংস্থা, পল্লী বিদ্যুৎ সমিতি, দিনাজপুর-১, দিনাজপুরের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এছাড়াও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দকে সার্বিক সহযোগিতার জন্য বাস মালিক সমিতি, মেস মালিক সমিতি ও হোটেল মালিক সমিতির সকল সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। ভর্তি পরীক্ষার ন্যায় সকলের সার্বিক সহযোগিতায় ভর্তি কার্যক্রম ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পাদন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০২০ শিক্ষাবর্ষে ২০০৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৭ শত ২৩ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে।

ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd পাওয়া যাবে।

Exit mobile version