আজ হাবিপ্রবির ২য় ব্যাচের পূর্নমিলনীঃ সীমাহীন আনন্দের হাতছানী

২য় ব্যাচের পূর্নমিলনী

মোস্তাফিজুর রহমান দিনাজপুর থেকেঃ

২য় ব্যাচের পূর্নমিলনী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২য় ব্যাচের পূর্নমিলনী (রিইউনিয়ন) অনুষ্টিত হবে আজ শুক্রবার। এই উপলক্ষে ব্যপক আয়োজন করা হয়েছে। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম স্যারের উপস্থিতিতে সকাল ৯ টা ৩০ মিনিটে এক য্যালী ক্যাম্পাস প্রদক্ষিন করবে।

ক্যাম্পাসের ২য় ব্যাচ তথা কৃষি অনুষদের এই ব্যাচে ১১৬ জন ছাত্রছাত্রী ছিলেন যার মধ্যে ২ জন পরপারে পাড়ি দিয়েছেন। এর মধ্যে ৮৭ (প্রায়) রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন ২য় ব্যাচের মো: কাবিদ আলম মানিক। অনান্য অনুষ্ঠানের মধ্যে সভা , স্মৃতি চারন , সিনিয়র -জুনিয়র প্রীতি খেলাধুলা , আতশবাজি , সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো অনেক আয়োজন ।

সকল প্রোগ্রামেই ক্যাম্পাসের জুনিয়ররাও অংশগ্রহন করতে পারবেন দীর্ঘদিন পর সবার এই মিলন মেলার জন্য অপেক্ষা কালকের দিনটি। প্রিয় বন্ধুবান্ধব দের নিয়ে আবার হারানো স্মৃতিকে নতুন করে মনে রাখার মত আয়োজন। হ্রদয়ের ভালবাসা বৃদ্ধিরও দিন এটি। এই দিনে প্রিয় বন্ধুদের সাথে আনন্দ যেন ক্যাম্পাসের সেই সোনালী দিনের কথায় মনে করাবে। সবচেয়ে বেশী মিস করবে যারা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারবেন। এই রিইউনিয়ন বন্ধুত্ব আরো দৃঢ় হবে বলে অভিমত ব্যক্ত করেছেন ২য় ব্যাচের বড় ভাইয়া আপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *