![Polash flower](http://krishisongbad.com/wp-content/uploads/2016/02/Polash-flower-300x186.jpg)
©নূ/রু/ল/হু/দা/আ/ল/মা/মু/ন©
বসন্ত বিলাস
বসন্ত রাণী ঐ এল
নব পুষ্প বনে,
শালিক ভীড়ে শিমুল ডালে
লাজ রাংগা বদনে ।
আগমনে তার, দেয় দোলা
আমের ডালে ডালে,
মৌমাছি তাই গুনগুনিয়ে
ঘুরে বেড়ায় বোলে।
লেবুর বনে মিষ্টি সুবাস
লুটে পড়ে কোণে,
কাঠাঁল গাছের মুচি খোলে
রাণীর নিমন্ত্রণে।
দুপুরবেলা ঘরের কোণে
দোয়েল দিয়ে যায় শিষ,
কোকিল ডাকে কুহু তানে
যেন প্রভুর আশীষ।
উদাস বিকেল যায় গড়িয়ে
পাতা ঝরার শব্দে,
মনযে আমার হারিয়ে যায়
ঝিঁ ঝিঁ ডাকা পদ্যে।
জোনাক জ্বলা সন্ধ্যা কালে
ক্লান্ত আঁখি থামে,
চটুল পায়ে হিমেল বায়ে
চৈতালী রাত নামে।
চাঁদনী রাতে খোলা আকাশ
তাহার কথা মনে,
ভাবতে আহা ভাল লাগে
মধুর সংগোপনে।
————————-