বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুখাদ্য তৈরি করতে ‘ফিড মিল’ চালু করা হয়েছে

বাকৃবি ফিড মিল

আবুল বাশার মিরাজfeed-meal-bau-1 ,বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

বাকৃবি ফিড মিল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে ও পশুখাদ্য তৈরি করতে একটি ফিড মিল চালু করা হয়েছে। আজ রবিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল পশুপুুষ্টি খামা
র গবেষণাগারে প্রধান অতিথি থেকে ওই ফিড মিলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। ফিড মিলটিতে প্রতি ঘন্টায় আড়াই টন পশুখাদ্য উৎপাদন করা সম্ভব।

খামারের সভাকক্ষে পশুপালন অনুষদের পশুপুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জহিরুল হক খন্দকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদটির ডিন অধ্যাপক ড. জসিমউদ্দিন খান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দদাস চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষক ও গবেষকেরা বলেন, দেশে ২০০টিরও বেশি ফিড মিল রয়েছে। যেখানে পোলট্রি, মৎস্য এবং পশুখাদ্য তৈরি করা হয়। মিলগুলোতে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ থাকায় পশুপুষ্টি বিভাগে অনেক আগেই ‘ফিড ইন্ডাস্ট্রি’ নামে কোর্স খোলা হয়। ওই কোর্সের ব্যবহারিকের অংশ হিসেবে ক্ষুদ্র আকারের আধুনিক প্রযুক্তির একটি ফিড মিল চালু করা হলো।

#####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *