Site icon

হাওর ভূমিপুত্র হিসেবে পরিচিত ড. নিয়াজ পাশার জীবনাবসান

কৃষিসংবাদ ডেস্কঃ হাওর ভূমিপুত্র

হাওর ভূমিপুত্র হিসেবে পরিচিত ড. নিয়াজ পাশা আজ আর আমাদের মাঝে নেই। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি … (ইন্নানিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।  ‘হাওরভূমি পুত্র’ ড. নিয়াজ পাশা ব্রেইন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ও বাকশক্তিহীন হয়ে গত ১৫ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।

তিনি অনগ্রসর হাওর অঞ্চলের উন্নয়নে নিয়মিত লেখালেখির পাশাপাশি সরকারের উচ্চপর্যাায়ে বিভিন্ন দাবি জানিয়েছেন। বেশ কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতার মাঝেও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি হাওর ও কৃষি বিষয়ক নানা ইস্যুতে অব্যাহতভাবে লিখে গেছেন তিনি। কৃষি প্রকৌশলী, বিশিষ্ট কৃষি সাংবাদিক ও লেখক ‘হাওরভূমি পুত্র’ ড. নিয়াজউদ্দিন পাশা (নিয়াজ পাশা)। তার লেখালেখির বদৌলতে অচিরেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘হাওর ও চর গবেষণা ইনস্টিটিউট’ আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশের অপেক্ষায় আছে।
কৃষিসংবাদ ডট কম পরিবার ড. নিয়াজ পাশা’ র অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সমবেদনা জানাচ্ছি নিয়াজ পাশার  শোকসন্তপ্ত পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের প্রতি। 

 

Exit mobile version