বরিশালে ‘মোবাইল অ্যাপস: কৃষি প্রযুক্তি ভান্ডার’ শীর্ষক প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত

কৃষি প্রযুক্তি ভান্ডার


নাহিদ বিন রফিক (বরিশাল): ‘মোবাইল অ্যাপস: কৃষি প্রযুক্তি ভান্ডার ’ শীর্ষক দিনব্যাপি এক প্রদর্শনী কর্মশালা গত ১২ মে বরিশালের রহমতপুরস্থ আরএআরএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (কৃষি পরিসংখ্যান ও আইসিটি বিভাগ) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল হাসান। তিনি বলেন, কৃষি প্রযুক্তি বিস্তারে মোবাইল অ্যাপসের ভূমিকা অনন্য। কৃষি বিষয়ক যে কোনো সমস্যার প্রতিকার জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া দরকার। আর এ জন্য সময়ের প্রয়োজন হয়, সে সাথে যাতায়াত ব্যয়ও। এ ক্ষেত্রে বিনা পয়সায় মোবাইল অ্যাপসই এনে দিতে পারে এ জাতীয় সেবার সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে পাওয়া যাবে মাঠে-ঘাটের যাবতীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান।
প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইফুল ইসলাম। বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে র্ঊ্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, অঞ্জন কুমার দাস, মো. রাজি উদ্দিন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস: কৃষি প্রযুক্তি ভান্ডার শীর্ষক কর্মশালায় কৃষাণ-কৃষাণীসহ বরিশাল মেট্টোপলিটন কৃষি অফিস এবং বাবুগঞ্জের ৫০ জন উপসহকারি কৃষি অফিসার অংশগ্রহণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *