বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল

বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল

হাবিবুর রনি, বাকৃবি থেকে
বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে ওই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ওই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছাত্র ও ছাত্রী উভয়ের ছয়টি করে মোট বারোটি দল অংশ নেয়। এর মধ্যে ছেলেদের ফাইনাল খেলায় কৃষি অনুষদ পশুপালন অনুষদকে ৮-৩ ব্যবধানে পরাজিত করে। অপরদিকে মেয়েদের ফাইনাল খেলায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ মাৎস্যবিজ্ঞান অনুষদকে ১-০ ব্যবধানে পরাজিত করে।

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার প্রয়োজন আছে তবে সেই সাথে অবশ্যই খেলার নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *