আব্দুর রৌফ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি’র উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবি’র উপাচার্যের শ্রদ্ধা

হাবিপ্রবি’র উপাচার্যের শ্রদ্ধা

কৃষি সংবাদ ডেস্ক

হাবিপ্রবি’র উপাচার্যের শ্রদ্ধা ঃ আজ ২১ অক্টোবর ২০১৯ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর ১২তম মৃত্যুুবার্ষিকী। এ উপলক্ষে আজ সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মরহুম আব্দুর রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এরপর তিনি মরহুম আব্দুর রৌফ চৌধুরীর বাসায় তার সহধর্মিণী রমিজা রউফ চৌধুরীর সাথে কুশল বিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজ সহ হাবিপ্রবির বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।


উল্লেখ্য, আব্দুর রৌফ চৌধুরী মুক্তিযুদ্ধকালীন সময়ে পূর্বাঞ্চলীয় জোনে মুিজব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের দূত হিসেবে ছিলেন। সেই সাথে বোঁচাগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের সংগঠক ছিলেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বোঁচাগঞ্জ উপজেলাকে পাক-হানাদার মুক্ত করেন। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের চৌধুরী পরিবারে জন্ম নেন তিনি। ১৯৮৮ সালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ১৯৯৬ সালে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখায় বিএনপি-জামাতের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে অসুস্থাবস্থায় ২০০৭ সালের ২১ অক্টোবর তিনি মৃত্যুবরন করেন। তার একমাত্র ছেলে খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন প্রতি মন্ত্রী, দিনাজপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

হাবিপ্রবিতে সিপিই বিভাগের গবেষণাগার-২ এর উদ্বোধন
২১ অক্টোবর ২০১৯, হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগ (সিপিই)-এর নবনির্মিত গবেষণাগার-২ এর উদ্বোধন করা হয়েছে। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম নতুন এই গবেষণাগারটির উদ্বোধন করেন। পরে সিপিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শ্রীপতি সিকদারের সভাপতিত্বে উক্ত গবেষণাগারে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, এতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য গবেষণার কোন বিকল্প নেই। তাই আমি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সকল অনুষদের গবেষণাগারের সুযোগ সুবিধা বৃদ্ধিতে ব্যাপক গুরুত্ব দিয়েছি। এই ধারা অব্যাহত থাকবে, সকলের সহযোগিতা পেলে সামনে হাবিপ্রবির উন্নয়ন নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে। আশা করি সেগুলো যথা সময়ে শেষ করতে পারব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন খানসহ উক্ত বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *