বরিশালের বাবুগঞ্জে ধান কর্তন উৎসব ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ধান কর্তন উৎসব

ধান কর্তন উৎসব

নাহিদ বিন রফিক (বরিশাল):

ধান কর্তন উৎসব ঃ বিআর-২৩’র ধান কর্তন উৎসব ও মাঠ দিবস আজ বিকেল ৫ টায় বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ।


ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপপরিচালক হরিদাস শিকারী, কৃষক দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রতিদিন মানুষ বাড়ছে, কমছে জমির পরিমাণ। তাই অতিরিক্ত খাদ্যের চাহিদা মিটাতে আমাদের উৎপাদন বাড়াতে হবে কাক্সিক্ষত পর্যায়। সে লক্ষে কৃষকবান্ধব সরকারের কৃষি পণ্যের ওপর ভর্তুকি অব্যাহত আছে। এতে কৃষকরা উৎসাহিত হচ্ছেন। দেশও যাচ্ছে এগিয়ে।


এর আগে তিনি আমতলীর মহিষকাটায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিস আয়োজিত ব্লু গোল্ড ডিএই কৃষি প্রযুক্তি মেলা ২০১৯ উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ট্রান্সফার অব টেকনোলজি ফর এগ্রিকালচারাল প্রোডাকশন আন্ডার ব্লু গোল্ড প্রোগ্রাম (ডিএই কম্পনেন্ট) এর অর্থায়নে তিন দিনের এ মেলায় ২০ টি স্টল স্থাপন করা হয়। মেলায় স্থান পাওয়া প্রযুক্তিগুলো দেখে আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
মেলায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদাল্যান্ডস দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মি. ফলকার্ট দ্যা জ্যাগার ও ব্লু গোল্ড প্রোগ্রামের টিম লিডার মি. গাই জোন্স।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *