বালাইনাশকের নিরাপদ
এ কিউ রাসেল
টাঙ্গাইলের মধুপুরে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহারের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নান্না বিরিয়ানী হাউজের হলরুমে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (ঢাকা চেপ্টার) এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন, প্রশিক্ষক কৃষিবিদ চন্দন কুমার মিত্র, বিসিপিএ ময়মনসিংহ চেপ্টারের মেম্বার মো. মহসিন রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া ৩০ জন খুচরা কীটনাশক বিক্রেতাকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
লেখক : সাংবাদিক ও মানবাধিকার কর্মী
গোপালপুর, টাঙ্গাইল।