ফিড দি ফিউচার
কৃষি সংবাদ ডেস্কঃ
ফিড দি ফিউচার বায়োটেক প্রজেক্টের (আলু ও বেগুন) উচ্চ পর্যায়ের ০৪ (চার) সদস্যের একটি প্রতিনিধি দল আজ ২১ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের আইপি-সিএএলএস-এর পরিচালক ড. রনি কফম্যান, যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের ফিড দি ফিউচার বায়োটেক বেগুনের প্রকল্প পরিচালক মিস মারিসেলিস এভেসেডো, ভারতের সাতগুরুর বিটি বেগুন প্রকল্পের সহযোগী অধ্যাপক ড. বিজয় পরানজাপি এবং উক্ত (আলু ও বেগুন) প্রকল্পের বাংলাদেশ অঙ্গের প্রকল্প পরিচালক ড. মো. জাহাঙ্গীর হোসেন।
অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এরপর মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।
পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের জীব বিজ্ঞান বিভাগের গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।