পটুয়াখালীর গলাচিপায় বারি উদ্ভাবিত ফল উৎপাদনের ওপর কৃষক প্রশিক্ষণ

বারি উদ্ভাবিত ফল

বারি উদ্ভাবিত ফল

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলের উপযোগী বারি উদ্ভাবিত ফল এর আধুনিক উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ আজ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউপি. পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিএআরআই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম। তিনি বলেন, জনপ্রতি দুইশ’ গ্রাম ফল খাওয়া দরকার। আমরা খেতে পাই মাত্র ৭৮ গ্রাম। এ ঘাটতি পূরণ করতে হলে ফলের আবাদ বাড়াতে হবে। কেবল গাছ লাগালেই হবে না। যত্ন-আত্তিও করতে হবে।পাশাপাশি প্রয়োজন উন্নত জাত নির্বাচন।  

স্থানীয় ইউপি. চেয়ারম্যান মো. খালেদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং কৃষি সম্প্রসারণ অফিসার মো. আকরামুজ্জামান।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি. চেয়ারম্যান এম এ কুদ্দুছ, গাজী মো. ইউছুব প্রমুখ।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি অফিসার  মো. নাহিদ হাসান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ অংশগ্রহণ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *