ভয়ংকর ব্যাঙ ঃএক গ্রাম বিষেই ১৫ হাজার মানুষের মৃত্যু!

ভয়ংকর ব্যাঙ

কৃষিসংবাদ ডেস্কঃ

ভয়ংকর ব্যাঙ

দেখতে বেশ সুন্দর, কিন্তু মানুষের প্রাণনাশে এই সুন্দর প্রাণীর জুড়ি মেলা কার্যত অসম্ভব। আকারে ছোট, দেখতে সুন্দর আর বিশাল বিষের ধারক- এমন প্রাণী খুব কমইভয়ংকর ব্যাঙ আছে। ইংরাজিতে নাম গোল্ডেন ফ্রগ। বাংলায় বলা হয় সোনা ব্যাঙ। কলোম্বিয়ার উপকূলে এ ব্যাঙের বাস সর্বাধিক। এর বৈজ্ঞানিক নাম-Phyllobates Terribilis। চামড়ার ওপর সোনালী রঙের আস্তরণ, আর কালো অথবা গাঢ় নীল রঙের ছোপ।

এই ব্যাঙের বিষ এত মারাত্মক যা কল্পনাতীত। বিজ্ঞানীদের দাবি, সোনা ব্যাঙের দেহে রয়েছে উপক্ষার অধিবিষ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘Batrachotoxin’। এই বিষের এক গ্রামেই নাকি একসাথে মারা যেতে পারে ১৫ হাজার মানুষ। পৃথিবীর আর সমস্ত বিষধর প্রাণীগুলোর মধ্যে সোনা ব্যাঙের বিষ সব থেকে বেশি মারণাত্মক বলে দাবি বিজ্ঞানীদের।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *