হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান ঃ গত ২১ আগস্ট ২০২৩ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট এর ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সোমবার (২১ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সকাল সাড়ে ১০টায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন, জাতীয় দিবস পালন কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত কর্মসূচীতে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে সন্ধানী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট ও দানেশ ব্লাড ব্যাংক।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আগস্ট মাস শোকের মাস। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকদের হাতে
শাহাদাত বরণকারী জাতির পিতার পরিবারের অন্যান্য সকল শহীদ ও ২১ আগস্ট এর ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের। তিনি বলেন ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন।
স্বাধীনতাবিরোধীদের এই হামলার ম‚ল লক্ষ্য ছিলেন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের জীবনের বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষা করেছিলেন। আমি জঘন্যতম এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। প্রেস বিজ্ঞপ্তি
২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
![হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান](https://www.krishisongbad.com/wp-content/uploads/2023/08/HSTU-Pix-21.08.23-scaled-e1692690894528.jpg)