***এ কিউ রাসেল***
আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা (বেগুন) প্রদর্শনীর’ মাঠ দিবস গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার শাহপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
শাহপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার বাগানে ঘাটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তরের ঘাটাইল উপজেলা প্রতিনিধি ফজলুর রহমান। বক্তব্য রাখেন, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. সেকান্দর আলী, উপ-সহকারি কৃষি অফিসার এস এম নুরুল ইসলাম তালুকদার, হালিমুজ্জামান, মো. আবু কায়সার রাসেল, ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার নজরুল ইসলাম, প্রদর্শনী প্লটের কৃষক তোফাজ্জল হোসেন কালু, আদর্শ কৃষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
ঘাটাইলে জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
![জৈবিক বালাই ব্যবস্থাপনা](https://www.krishisongbad.com/wp-content/uploads/2016/04/Ghatail.-Tangail.-News-Photo-e1511970522363.jpg)