গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ

সবজি বীজ বিতরণ

সবজি বীজ বিতরণ
***এ কিউ রাসেল***
বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তার জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের গোপালপুরে একশত ৫০জন সবজি চাষির মাঝে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিনামূল্যে উচ্চ ফলনশীল সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ু।
বিশেষ অতিথি ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মোমেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম প্রমুখ।
উপজেলার মোট একশত ৫০জন চাষিকে মূলা, পালংশাক, মিষ্টি কুমড়া ও বেগুনের বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *