শাহীন সরদারঃ
বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বার্ষিক আন্ত:অনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতায় ছেলেদের ও মেয়েদের দু’টি বিভাগেই কৃষি অনুষদ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে মেয়েদের খেলায় কৃষি অনুষদ ২-১ গোলে পশুপালন অনুষদকে এবং ছেলেদের খেলায় কৃষি অনুষদ ৫-৩ গোলে পশুপালন অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সোমবার বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সমাপণী অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড.মো. জসিমউদ্দিন খান, ডীন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড.মো. সাদিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন উপস্থিত ছিলেন। সমাপণী অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড.মো. আবুল কালাম আজাদ। চার দিনব্যাপী এ হ্যান্ডবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদ থেকে ছাত্রদের ৬ টি দল ও ছাত্রীদের ৪ টি দল অংশগ্রহণ করে।