মোস্তাফিজুর রহমানঃ
হাবিপ্রবির মেডিকেল সেন্টারে ওষুধ বরাদ্ধ বাড়ানোর আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম । হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকেনা অভিযোগকে খতিয়ে দেখে বরাদ্ধ বাড়ানোর কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। আজ মেডিকেল সেন্টার পরিদর্শনকালে ব্যবস্থাপনা, এক্সরে মেশিন থাকার পরেও ব্যবহার না করার বিষয়ে কারণ জানতে চেয়েছেন। তিনি এই সময় ওষুধ পর্যপ্ত সরবরাহ করার কথা বলেন। প্রতিদিনের বিভিন্ন অফিস পরিদর্শনের অংশ হিসেবে আজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মিজান সহ অনান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনা করেন। তাদের স্বাস্থ্যের বিষয়টা গুরুত্বের সাথে দেখতেই মেডিকেল সেন্টারে সুযোগ সুবিধা বাড়ানো হবে। ভাল মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা ডাক্তারদের কর্তব্য।