নকলায় বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কৃষি উপকরণ বিতরণ

কৃষি উপকরণ বিতরণ

মোঃ মোশারফ হোসেন, নকলা থেকে :

কৃষি উপকরণ বিতরণ ঃ

শেরপুরের নকলা উপজেলায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার বাস্তবায়নে সহযোগীতায় নকলা মুক্ত মঞ্চে সম্প্রতি বন্যা ও অতিবৃষ্টি’র কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরন করা হয়েছে। কৃষি অফিসের তথ্য মতে, ৫শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকালাই বীজ, এমওপি ৫ কেজি ও ডিওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ-উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষকলীগের সভাপতি আলমগীর আজাদ, কৃষক মন্নাফ খাঁ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান।

 

অন্যান্যের মাঝে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আঃ ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও মোঃ রেজাউল করিম রিপন; সদস্য রফিকুল ইসলাম, এ কে এম মাহবুবুল আলম সবুজ, সরফরাজ খান, আকরাম হোসেন, রাশেদুল হাসান রঞ্জু, মর্তুজ আলী, সোহেল রানা, আনোয়ার হোসেন শিপন, শিহাব উদ্দিন, ফরিদ উদ্দিন ও আদিল আহমেদ পল্লব; শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল সূত্রধর ও সাংঘঠনিক সম্পাদক শাহজাহান আলীসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫শতাধিক কৃষক কৃষাণি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *