হাবিপ্রবিতে ইসিই ক্লাব অব এইচএসটিইউ এর উদ্যোগে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ইসিই ক্লাব অব এইচএসটিইউ
হাবিপ্রবিতে ইসিই ক্লাব অব এইচএসটিইউ

হাবিপ্রবি থেকে মুজাহিদ মুয়াজ,

হাবিপ্রবিতে ইসিই ক্লাব অব এইচএসটিইউঃ
হাজী  মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবিতে) ইসিই ক্লাব অব এইচএসটিইউ (ECE CLUB OF HSTU) এর উদ্যোগে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুÍবার সকাল দশটায় ফিতা কেটে প্রজেক্ট প্রদর্শনীর শুভ উদ্বাধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং অনুষ্ঠানের প্রধান অতিথী প্রফেসর ড. মু. আবুল কাসেম।
ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদুর রহমান-এর সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদর ডীন আদিবা মাহজাবিন নিতু, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদর ডীন প্রফেসর ড. এ টি এম রেজাউল হক, ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মোঃ ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জামিল সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়ন করতে হলে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির আওতায় আসতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান সরকার আইসিটি সংশি­ষ্ট অনেক প্রকল্পে অগ্রাধিকারসহ কাজ করছে। আমি সরকারের এই উদ্যোগকে স্বাগতম  জানাই। শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করে তিনি আরও বলেন আমি  তোমাদের নতুন নতুন উদ্ভাবিত প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছি; ভবিষ্যতে আরো  যুগোপযোগী প্রযুক্তি উদ্ভাবন করবে।
বিকাল ৩টায় অডিটোরিয়াম-২ এ প্রজেক্ট প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং  শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *