প্রযুক্তির কল্যানে এগিয়ে যাচ্ছে কৃষিঃ খামার চালাবে রোবট

খামার চালাবে রোবট

খামার চালাবে রোবট

কৃষিসংবাদ ডেস্কঃ

খামার চালাবে রোবটঃ প্রযুক্তি আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। কলকারখানাসহ নানা কাজে ব্যবহার হচ্ছে রোবট। এবার জাপানের একটি কৃষি খামার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তারা বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে রোবট দিয়ে খামার চালাবে। বীজ বা চারা রোপণের পর্যায় ছাড়া বাকি সব ধাপের কাজই করবে রোবট। জাপানের কিয়োটোভিত্তিক ওই খামার কর্তৃপক্ষ জানায়, রোবট শ্রমিকের নতুন খামারটির যাত্রা শুরু হবে ২০১৭ সালের মাঝামাঝি। খামারটি থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার লেটুস পাতা সংগ্রহ করা যাবে। সেটি হবে বিশাল একঘরের মতো। ৪ হাজার ৪০০ বর্গমিটারের খামারটির মধ্যে থেকে সিলিং পর্যš- বিভিন্ন ধাপে লেটুস পাতার চাষ করা হবে।
খামারের কর্মকর্তা কাঝি মোরিসাদা বলেন, রোবট ব্যবহারের ফলে খরচ কমে যাবে প্রায় অর্ধেক। বিদ্যুতের ব্যবহার কমে যাবে এক-তৃতীয়াংশ। খামারে উৎপাদিত হবে রাসায়নিকমুক্ত লেটুস পাতা।জাপানে রোবটের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। এর বড় কারণ, দেশটিতে শ্রমিকের অভাব। :এএফপি।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *