মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) :
শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-২ (এনএটিপি-২) প্রজেক্ট’র আওতায় নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে এফওয়াইএম এবং কুইক কম্পোস্ট উৎপাদন ও মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রযুক্তি শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী ব্লকের কৃষ্ণপুর গ্রামে কৃষক মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলীর বাড়ির আঙ্গীনায় অনুষ্ঠিত ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আকবর আলী। এতে প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, গনপদ্দী ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মোঃ আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তাগন তাদের বক্তব্যে এফওয়াইএম এবং কুইক কম্পোস্ট উৎপাদন ও মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রযুক্তির উপর বিস্তারিত আলোচনা করাসহ উপস্থিত কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্নের উত্তর প্রদান পূর্বক সমস্যার সমাধান দেন।