মোঃ মোশারফ হোসেন, নকলা শেরপুর থেকে :
শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের প্রদর্শনী মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল শনিাবার দুপুরে নকলা পৌরসভার জালালপুর এলাকায় মীর্জা জাহাঙ্গীর আলম বুলবুলের বাড়ির ব্রি, ঢাকার সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর নকলার আয়োজনে ওই মাঠ দিবস ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর এবং বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারন অধিদপ্তর (ডিএই)’র পরিচালক (সরজমিন উইং) ড. মোঃ আব্দুল হান্নান, ডিএই’র ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ; উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট একেএম মাহবুবুল আলম সোহাগ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আতিকুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, ব্রি’র বৈজ্ঞানিক সহকারী সোহেল মাহমুদ সোহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি কর্মকর্তাগন; উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মী; ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় প্রশিক্ষনার্থী কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ধানের মধ্যে সরেজমিনে কেটে ব্রি ধান-৫৮ শুকনা অবস্থায় হেক্টর প্রতি ৭.৭৩ মেট্রিকটন, ব্রি ধান-৬৮ শুকনা অবস্থায় ৬.৬০ মেট্রিকটন এবং ব্রি ধান-৭৪ হেক্টর প্রতি শুকনা অবস্থায় ৭.৭০ মেট্রিকটন ফলন পাওয়া যায়।