নিজস্ব সংবাদদাতাঃ
কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখা কর্তৃক গত ০৩ এপ্রিল’২০১৮ খ্রি: তারিখ বিকাল ৫.০০ টায় বিনা উপকেন্দ্র,জামালপুর-এর প্রশিক্ষণ হল রুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাষিক সভা শেষে ২য় পর্যায়ে গত মার্চ’২০১৮ খ্রি: মাসে কৃষিবিদ শেখ মো: মুজাহিদ নোমানী,জেলা বীজ প্রত্যয়ন অফিসার,এসসিএ,জামালপুর-এর “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩” প্রাপ্তিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরুল ইসলাম। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন কৃষিবিদ মো: মোখলেছুর রহমান,আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কৃষিবিদ মো: আমিনুল ইসলাম,ডিডি,ডিএই,জামালপুর ও সভাপতি,কেআইবি, জামালপুর জেলা শাখা ড: মো: মনিরুজ্জামান,জেলা মৎস্য কর্মকর্তা,জামালপুর, ড: মো: মঞ্জুরুল কাদির,পিএসও,আরএআরএস,জামালপুর এবং এস.এম নুরুল হুদা,ব্যবস্থাপনা পরিচালক,জিল বাংলা সুগার মিল,দেওয়ানগঞ্জ,জামালপুর, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন এবং সংবর্ধনা গ্রহণকারী অতিথি “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩” বিজয়ী কৃষিবিদ শেখ মো: মুজাহিদ নোমানী,জেলা বীজ প্রত্যয়ন অফিসার,এসসিএ,জামালপুর।
বক্তৃতা পর্বে বিভিন্ন বক্তাগণ দীর্ঘ ১৫ বৎসর পর জামালপুর জেলায় উপ-পরিচালক পর্যায়ের কর্মকর্তাবৃন্দের মধ্যে সমগ্র বাংলাদেশে এবার তিনিই একমাত্র এবং সুদীর্ঘ ৪৪ বৎসর পর এই প্রথম বীজ প্রত্যয়ন এজেন্সীর একজন কর্মকর্তা হিসেবে “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩” অর্জন করায় কৃষিবিদ শেখ মো: মুজাহিদ নোমানী-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তাগণ আরও জানান যে, কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার একজন সম্মানিত সদস্য হিসেবে জনাব মুজাহিদ নোমানী “কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণা মূলক কাজের” মাধ্যমে বীজ প্রত্যয়ন সেক্টরে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কৃষি ক্ষেত্রে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার অর্জন করায়,জামালপুর জেলার কৃষিবিদগণ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বক্তৃতা পর্ব শেষে মঞ্চে উপবিষ্ট কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ কৃষিবিদ শেখ মো: মুজাহিদ নোমানীর হাতে কেআইবি জামালপুর জেলা শাখার পক্ষ হতে সংবর্ধনা স্মারক ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি শেখ মো: মুজাহিদ নোমানী তাকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে সম্মানিত করায় কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দকে এবং অন্যান্য কৃষিবিদগণকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাকে আন্তরিক সহযোগিতা ও সর্মথন প্রদান করায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি জনাব মুজাহিদ নোমানী তাঁর পক্ষ হতে ২০১৭ সনে জেলা বীজ প্রত্যয়ন অফিস জামালপুরে তৎকালীন সভাপতি ও ডিডি,ডিএই,জামালপুর ড: মো: রফিকুল ইসলাম মহোদয়ের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার হিসাবে পদোন্নতি পাওয়ার পর প্রথম জামালপুর অফিসে আগমনকালে তাকেসহ ডা: নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি ডিএলও জামালপুর এবং সাধারণ সম্পাদক,মো: রফিকুল ইসলাম উজ্জ্বল-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়ার একটি বাঁধাইকৃত স্মৃতিময় ছবি উপহার হিসেবে তুলে দেন কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে যা উপস্থিত সকল কৃষিবিদগণকে মুগ্ধ করে।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালন করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম উজ্জ্বল। সবশেষে সকলের নৈশভোজে অংশগ্রহনের মাধমে সংবর্ধনা সার্বিক অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষিবিদ উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি),জামালপুর সদর জনাব কৃষিবিদ মোঃ মাজহারুল ইসলাম।