কৃষিসংবাদ ডেস্কঃ
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের ১১৬ শৌখিন নারী তাদের বাড়ির আঙিনায় বিষমুক্ত ১৩ রকম সবজি চাষ করছেন। বাড়ির আঙিনায় পতিত জমিতে চাষ করা এসব সবজি তারা নিজেরা খাচ্ছেন আবার বাজারে বিক্রিও করছেন। সবজিগুলোর মধ্যে রয়েছে: লালশাক, সবুজশাক, পালংশাক, কলমিশাক, ধনেপাতা, মূলা, রসুন, লাউ, করলা, গাজর, ঝিঙে ও ধুন্দল।
লেবুতলা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়ার নার্গিস বেগম জানান, মাস তিনেক আগে আমরা পতিত জমির ব্যবহার ও বিষমুক্ত পদ্ধতিতে সবজি চাষের ট্রেনিং গ্রহণ করি। এরপর বেগুন চাষ শুরু করি। ওই বেগুন ক্ষেতে সাথী ফসল হিসাবে চাষ করেছি ১২ প্রকার সবজি। বেগুন ক্ষেতে ফুল আসতে শুরু করলেও অন্য সবজি উঠতে শুরু করেছে। এখন আর তাদের বাজার থেকে সবজি কিনে খেতে হচ্ছে না।
একই গ্রামের লিয়াকত আলীর স্ত্রী আনজুরা খাতুন জানান, তার বাড়ির আঙিনায় তিনি সবজির চাষ করেছেন। তাতে তিনি কেঁচোসার, খৈল ও মেহগিনির তেল ব্যবহার করেছেন। তাতে বেশ ফল পেয়েছি। কোনো কীটনাশক দিতে হয়নি। এরই মধ্যে তিনি কয়েক শ’ টাকার সবজিও বিক্রি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের ডলি, শেফালি, তানিয়া, ময়না, রিজিয়া, সুফিয়া ও নূরজাহানসহ মোট ১১৬ জন নারী বিষমুক্ত সবজি চাষ করেছেন এবং সবার ভালো ফলন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন উলাসী সৃজনি সংঘ’র নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি বলেন, বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষের পরিকল্পনাটি আমরা এমনভাবে করেছি যে পুরো এলাকাটা যেন নিরাপদ খাদ্য আন্দোলনে রুপ নেয়। মানবকন্ঠ।।
কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম