আব্দুল মান্নান,হাবিপ্রবিঃ
কিছুদিন থেকে বেশ কিছু দাবিতে আন্দোলন করে আসছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ।পরবর্তিতে প্রশাসন দাবী গুলোকে মেনে নেয়ার আশ্বাস প্রদান করলে । তারা আন্দোলন তুলে নিয়ে একাডেমিক কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।
অতঃপর গতকাল সেই কাঙ্খিত ৪৭তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।আর এটা শিক্ষার্থীদের কাছে অনেক গুরুত্বপূর্ন ছিল। একারনে গতকাল দুপুর থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া শুরু করেন তাঁরা।দিনভর উত্তেজনা শেষে রাতে একডেমিক কাউন্সিল হতে দাবী গুলো পাস হওয়ায় ঘোষণা আসলে আনন্দ ফেটে পড়েন শিক্ষার্থীরা এবংতাৎক্ষনিক একটি আনন্দ মিছিল বের করেন ।বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকেও আনন্দ মিছিল বের করেছে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা ।
শিক্ষার্থীদের যেসব দাবি ছিলঃ
বিজনেস স্টাডিজ এর চার দফা দাবীঃ হাবিপ্রবির অধিভুক্ত কলেজ শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের স্নাতক ও স্নাতকোত্তরের সনদ আলাদাকরণ, হাবিপ্রবির এমবিএ ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের পরিবর্তে বিজনেস স্টাডিজ অনুষদের নিজ নিজ বিভাগে প্রদান, হাবিপ্রবি ব্যতীত অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে হাবিপ্রবির নিয়মিত এমবিএতে ভর্তির সুযোগ না দেওয়া এবং এমবিএ ভর্তির নীতিমালা সংস্কার করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা।
সিএসই অনুষদের ৬ দফা দাবী(১)ডিগ্রি সমূহ বিএসসি ইন সিএসই/ইসিই/ইইই হতে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই/ইসিই/ইইই করতে হবে(২)ডিগ্রি সমুহ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ(IEB) এর সদস্য প্রাপ্তির জন্য ব্যবস্থা গ্রহন করতে হবে (৩)শিক্ষক সংকট নিরসন করতে হবে(৪)সিএসই,ইসিই,ইইই এর মাস্টার্স ডিগ্রি চালু করতে হবে (৫)ক্লাস রুম সংকট নিরসন করতে হবে (৬)ল্যাব সমস্যার সমাধান করতে হবে ।
সাধারণ শিক্ষার্থীদের ৫ দফা দাবী (১)কোন শিক্ষার্থী অসুস্থতজনিত কারণে পরীক্ষায় অংশ নিতে না পারলে বা তিনটির অধিক বিষয়ে অকৃতকার্য হলেও তাকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া ।(২) অকৃতকার্য বিষয়সমূহ শর্ট সেমিস্টারে অংশগ্রহণ করে পূরণ করার সুযোগ দেওয়া । (৩)শর্ট সেমিস্টার বা মানোন্নোয়নের জন্য একজন শিক্ষার্থী নির্দিষ্ট ফি প্রদান করে ইমপ্রুভ দিতে পারবে এবং ইমপ্রুভে যে যত মার্ক পাবে তাকে তত মার্ক দেয়া এবং(৪)চূড়ান্ত পরীক্ষার পর অনধিক এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে ৫।ক্রেডিট ফি কমাতে হবে ।
উল্লেখ্য যে, ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ(IEB) এর মেম্বারশীপ এবং ক্রেডিট ফি কমানোর দাবী বাদে বাকি অন্যান্য দাবী গুলো গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম একাডেমিক কাউন্সিলে সবার সম্মতিক্রমে পাশ হয় ।