আব্দুল মান্নান,হাবিপ্রবিঃ
হাবিপ্রবিতে কৃষি বনায়ন বিভাগের অনুষ্ঠানঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের মাস্টার্স জুলাই-ডিসেম্বর ২০১৮ সেমিস্টার প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অন্তর্ভুক্ত কৃষি বনায়ন ও পরিবেশের বিভাগের ল্যাব কক্ষে এই ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
হাবিপ্রবিতে কৃষি বনায়ন বিভাগের অনুষ্ঠানে কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. সফিকুল বারী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসল শারীরতত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড.আবু খায়ের মোহাম্মদ মুক্তাদিরুল বারী চৌধুরী , কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান এবং কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো. হাফিজ আল আমিন (পলাশ) ।এছাড়াও উপস্থিত ছিলেনে জানুয়ারি-জুন সেমিস্টারের শিক্ষার্থী ও জুলাই-ডিসেম্বর-২০১৮ এ ভর্তি কৃত শিক্ষার্থীবৃন্দ ।
হাবিপ্রবিতে কৃষি বনায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমানের এর সঞ্চালনায় বক্তারা কৃষি বনায়ন ও পরিবেশ বিদ্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ।এবং আন্তর্জাতিক অঙ্গনে কৃষি বনায়ন ও পরিবিবেশের বিদ্যার ভূমিকা কিরুপ সে বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দেন ।এছাড়া তাঁরা শিক্ষা জীবনের এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে হবে সে বিষয়ে পরামর্শ প্রদান করেন । পরে বিভাগের শিক্ষকেরা কোর্স কারিকুলাম সম্পর্কে একটি সম্যক ধারনা প্রদান করেন ।