ভারতের বাজারে একটা মাছের দাম ৮ লাখ টাকায় বিক্রি হয়েছে

মাছের দাম ৮ লাখ

Teliya Vola

কৃষিসংবাদ ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গের দিঘা জেলেরা একটি বিরল প্রজাতির মাছ ধরেছে। ভারতের বাজারে তিন লাখ রুপিতে বিক্রি হলেও আন্তর্জাতিক বাজারে নাকি এর দাম বাংলাদেশী মুদ্রায় ৮ লাখ টাকা।
মাছটির নাম তেলিয়া ভোলা। আন্তর্জাতিক বাজারে ক্রশওয়েলরাং ফিস নামেও যা পরিচিত।

তেলিয়া ভোলার কদর এতটাই বেশি যে, বিদেশে রপ্তানির পর তা রীতিমতো নিলাম হয়। এই মাছের পটকা দিয়ে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। তেল ও মাংস থেকেও ওষুধ বানানো হয়। বানানো হয় দামী স্যুপও।
দিঘা মোহনা থেকে প্রায় চারশো নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বাস এই তেলিয়া ভোলার। একশো নটিক্যাল মাইল দূরে মাছ ধরতে গিয়েছিল ট্রলার। সেখানেই বিরল এই মাছের সন্ধান মেলে। দলছুট হয়ে চলে এসেছিল বলে অনুমান মৎসজীবীদের।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *